GST মানেই একগুচ্ছ নিয়ম—সবাই তাই ভাবে। কিন্তু ব্যবসার শুরুতে যাতে আপনি এই ঝামেলায় না পড়েন, তাই আমরা GST Filling Service দিচ্ছি একদম ফ্রী! কারণ আমরাও জানি প্রথমদিকে এটা কতটা কষ্টের। আপনি শুধু ব্যবসা করুন নিশ্চিন্তে, ঝামেলা আমাদের ওপর ছেড়ে দিন।
ফ্রী কারণ পশ্চিমবঙ্গে ব্যাবসাদার লাভবান হলে, অনেক ছেলে মেয়ে চাকরি পাবে।
উপেন সাউ—একজনদক্ষ (অ্যাপিয়ার) কস্ট ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট। ৭ বছরেরও বেশি সময় ধরে তিনি বিভিন্ন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট (CA) ফার্মে কাজ করেছেন। GST রেজিস্ট্রেশন থেকে শুরু করে মাসিক রিটার্ন ফাইলিং, TDS-এর জটিলতা কিংবা ইনকাম ট্যাক্সের নিয়ম—এই প্রতিটা বিষয়ের ওপর তাঁর অভিজ্ঞতা এবং জ্ঞান অভাবনীয়।
একবার এক ছোট ব্যবসায়ী, নাম ধরে বলি—রাকেশ, উপেনের কাছে এসে বলেছিল,
“দাদা, আমি সবে ব্যবসা শুরু করেছি। কিন্তু GST ফাইলিং, TDS, Income Tax Filling এগুলো নিয়ে এত সমস্যা হচ্ছে যে ব্যবসার থেকে মাথা এদিকে বেশি লাগাতে হচ্ছে!”
উপেন হেসে বলেছিল,
“প্রথম দিকে সবাই এরকমই চিন্তায় থাকে। আমিও অনেক ব্যবসায়ীকে এই ভয় আর অন্ধকার থেকে আলোতে নিয়ে এসেছি। টাকা নয়, আগে ভরসা চাই। চলো, প্রথম ৩ মাস ফ্রী-তে তোমার GST Filing; TDS এবং Basic Tax Guidance করে দিই।”
রাকেশের মুখে স্বস্তির হাসি ফুটে উঠেছিল।
এইভাবেই উপেন প্রতিদিন একজন একজন করে সেই সব উদ্যোক্তাদের পাশে দাঁড়াচ্ছেন, যারা ব্যবসা করতে জানে, কিন্তু হিসাব-নিকাশের জটিলতায় আটকে যায়।
তাই আপনি যদি নিজের ব্যবসা নিয়ে চিন্তায় থাকেন, যদি মনে হয় GST বা TDS এর ফাইলিং সময়মত করতে পারছেন না, তাহলে উপেন সাউ-র মত একজন অভিজ্ঞ মানুষের সাহায্য নিন—একদম ফ্রীতে।
GST রিটার্নস – ৩ মাস সম্পূর্ণ ফ্রী
TDS ও Basic Income Tax Guidance – সম্পূর্ণ ফ্রী কনসাল্টেশন
অ্যাকাউন্ট ম্যানেজমেন্টে সাহায্য – ব্যবসার গোড়ার দিকের মাসগুলোতে ফ্রী কনসাল্টেশন
“হিসাবের হিসাব রাখতে গেলে একজন সাথি লাগে—যার চোখ থাকবে নিয়মে, আর মন থাকবে আপনার স্বপ্নের পাশে। উপেন সাউ সেই সাথি।”
আজই যোগাযোগ করুন এবং আপনার ব্যবসাকে সঠিক পথে চালাতে শুরু করুন – খরচ নয়, সমাধানের আশ্বাস নিয়ে।
আমাদের যারা ভরসা করে সার্ভিস নিয়েছেন, তারা আমাদের পাগল বলে